• Bengali Word খি, খী, খে English definition [খি, খী, খে] (বিশেষ্য) ১ সুতার মুখ; খেই। ২ আলোচনার সূত্র (কথার খি ধরে নেওয়া)। ৩ সুতার তার বা গাছা (রাজার মেয়ে এক খাঁ রেশমে সাত খী সুতো কেটে ....-অবনীন্দ্রনাথ ঠাকুর)। খে-হারানো (ক্রিয়া) খেই হারানো; কথার সূত্র ভুলে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ> (প্রাকৃত) খেঅ>খে, খি}
    • Bengali Word খিআতি, খিয়াতি English definition [খিয়াতি] (প্রাচীন বাংলা) (বিশেষ্য) সুনাম; খ্যাতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ্যাতি>খিয়াতি, য>য়, স্মরণীয় য-এর সংস্কৃত উচ্চারণ ইঅ অনুসরণে তৈরি}
    • Bengali Word খিঁচ, খেঁচ English definition [খিঁচ, খেঁচ] (বিশেষ্য) ১ টান; আকর্ষণ। ২ কাঁকর। ৩ ত্রুটি; গোলযোগ। ৪ মনান্তর; কলহ; বিবাদ। ৫ তর্কাতর্কি। খিঁচা, খেঁচা (ক্রিয়া) আকর্ষণ করা; টানা। {(হিন্দী) খিঁচ্‌না, √খিচঁ}