• Bengali Word খায়েশ, খায়েস, খাইশ, খাহেশ, খাহিশ English definition [খায়েশ্‌, খায়েস, খাইশ্‌, খাহেশ্‌, খাহিশ্‌] (বিশেষ্য) ১ ইচ্ছা; আকাঙ্ক্ষা (তখ্‌ত তাউস কোহিনুর করো নাই খায়েশ-(কাজী নজরুল ইসলাম); মুসাফির হয়ে খায়েশ জানাই রাত্রি যাপন লাগি- আহসান হাবীব)। ২ বাসনা; কামনা; অভিলাষ (বহুত খায়েত রাখি ফের দেখিবার-সৈয়দ হামজা)। ৩ শখ; সাধ। {(ফারসি) খাহিশ্‌}