• Bengali Word খালাস, খলাস English definition [খালাশ্‌, খলাস] (বিশেষ্য) ১ ছাড়; মুক্তি (কাল সন্ধ্যা বেলা জেল হইতে খালাস পাইয়াছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রেহাই; নিষ্কৃতি; অব্যাহতি (শ্যামলাল একটু ধমক খাইয়াই খালাস পাইল-সুকুমার রায়)। ৩ প্রসব। ৪ ছাড়ানো (ভি. পি. খালাস)। ৫ বিযুক্ত; বিরত (ধন হন্তে মন যদি করিল খালাস-সৈয়দ আলাওল)। ৬ খালি; শূন্য (গুদাম খালাস করা)। ৭ শেষ; খতম। ৮ মুক্ত; উদ্ধার (আপনাকে কয়েদ হতে খালাস করব-মীর মশাররফ হোসেন)। ৯ কারামুক্তি; বন্ধন মোচন (খালাসের চেষ্টা করিতে প্রবর্ত হইল-রাজশেখর বসু (পরশু))। □ (বিশেষণ) ১ দায়মুক্ত (মা তো বলে খালাস- রাব; তুমি তো আমার ঘাড়ে চাপিয়েই খালাস হলে-মীর মশাররফ হোসেন)। ২ ভারমুক্ত (আমি সরল ভাষায়, সকল কথা বলিয়া খালাস-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। খালাসপত্র (বিশেষ্য) ছাড়পত্র; মুক্তি পত্র; মুক্তি নির্দেশক পত্র। {(আরবি) খালাস}
    • Bengali Word খালাসি, খালাসী English definition [খালাশি] (বিশেষ্য) জাহাজাদিতে মাল খালাসের জন্য নিযুক্ত শ্রমিক (ঠেলা জাহাজের খালাসী বলিয়া আমরা তাহাদিগকে আমলে আনি নাই-মাহবুব-উল-আলম)। □ (বিশেষণ) মুক্তিসূচক (খালাসি পরওয়ানা)। {(আরবি) খলাসী}
    • Bengali Word খাই-খালাসি English definition [খাইখালাশি] (বিশেষণ) জমির ফসল বা উপস্বত্ব থেকে ধারশোধের শর্তযুক্ত (খাইখালাসি দলিল)। □ (বিশেষ্য) জমির উপস্বত্ব খেয়ে ঋণমুক্তি; বিষয়ের আয়ে ঋণশোধ। {(ফারসি) খারাহি+খালাস্‌>?}