• Bengali Word খামাখা, খামোখা, খামখা English definition [খামাখা, খামোখা, খাম্‌খা] (ক্রিয়াবিশেষণ) ১ হঠাৎ; অকস্মাৎ (খামকা আজ একটা বিপদ ঘটত- রঠা)। ২ অযথা; অনর্থক; অকারণে (এ কথা অস্বীকার করে খামোখা মিথ্যেবাদী হতে যাব কেন?- সৈমু; খামখা তুমি মরছ কাজী, শুস্ক তোমার শাস্ত্র ঘেঁটে -(কাজী নজরুল ইসলাম); সবাইকে খামকা বেকায়দা তঙ্গ করবে?- সৈমু; খামখা নাচবে কেন গো?-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) খাহ্‌মখাহ}
    • Bengali Word খামা, খামাখামা English definition [খামা, খামাখামা] (বিশেষণ) জমাট; চাকা চাকা (পুরু পুরু সর; খামা খামা দৈ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(হিন্দী) খাম (সন্ধি)>}