• Bengali Word খাবল, খাবোল, খাবলা English definition [খাবোল্‌, খাবোল, খাব্‌লা] (বিশেষ্য) ১ পাঞ্জা পরিমাণ হাতের কোষ বা কোষ পরিমাণ; থাবা পরিমাণ; মুষ্টি; মুঠা (এক খাবোলে একটা গহ্বর কাটে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ গ্রাস। ৩ দংশন। খাবল মারা (ক্রিয়া) হঠাৎ দংশন করা; অতর্কিত থাবা মারা। খাবলা খাবলা (বিশেষ্য) থাবা থাবা; বারবার থাবা পরিমাণ। খাবলানো (ক্রিয়া) ১ খাবলা দেওয়া; থাবায় থাবায় নেওয়া; হাত দিয়ে তুলে নেওয়া। ২ কামড়ানো; ছোবলানো (কুকুর খাবলিয়ে মাংস তুলে নিল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবল}