• Bengali Word খাপ English definition [খাপ্‌] (বিশেষ্য) ১ অসিকোষ; অস্ত্রাধার (তলোয়ার রেখে খাপে এরা রণজয়ী হবে দন্তবিহীন বৈদান্তিকী ছলে-(কাজী নজরুল ইসলাম))। ২ আবরণ; কোষ (চশমার খাপ)। ৩ বস্ত্রাদির ঠাস বা ঘন বুনন। ৪ মিল; সামঞ্জস্য; সঙ্গতি (খাপ খাওয়া)। ৫ ওত; গোপনে প্রতীক্ষা (খাপ পাতিয়া থাকা)। ৬ খাঁজ। খাপ খাওয়া (ক্রিয়া) ১ মিল হওয়া; সামঞ্জস্য হওয়া। ২ যোগ্য বা উপযোগী হওয়া; match। খাপ খাওয়ানো (ক্রিয়া) মিল খাওয়ানো; সামঞ্জস্য বিধান করা। খাপ খোলা (বিশেষণ) খাপ থেকে মুক্ত (খাপ-খোলা তলোয়ার)। খাপ খোলা তলোয়ার (বিশেষ্য) ((আলঙ্কারিক)) সদা প্রস্তুত সাহসী বীরপুরুষ। খাপছাড়া (বিশেষণ) ১ বেমানান। ২ সামঞ্জস্যবিহীন; অসংলগ্ন; অসম্বন্ধ; অপ্রাসঙ্গিক। ৩ অদ্ভুত; উদ্ভট। খাপ পাতা (ক্রিয়া) শিকার ধরার জন্য ওত পেতে বসা (রইলো শেষে খাপ পাতিয়া সুযোগ নাকি পাই-রওশন ইজদানী)। খাপা (ক্রিয়া) ১ খাপ খাওয়া; মিলে যাওয়া; মানানসই হওয়া। ২ খেপে যাওয়া; ছোট হয়ে যাওয়া। খাপনো (ক্রিয়া) ১ খাপ খাওয়ানো; মানানো। ২ খাপি করা। খাপি, খাপী (বিশেষণ ) ১ ঠাস বুননের; ঘন জমিন বিশিষ্ট (কাজের টানাপোড়েনে জীবন যত খাপি করেই বোনা হোক না কেন-প্রেমেন্দ্র মিত্র)। ২ মোটা; পুরু। খাপে খাপে বসা (ক্রিয়া) খাঁজে খাঁজে বসা। {(ফারসি) খাম}