• Bengali Word খানেজাদ, খানাজাদ English definition [খানেজাদ, খানাজাদ] (বিশেষণ) ১ গৃহে জাত; বাড়িতে জন্মগ্রহণ করেছে এরূপ (আমি আপনার খানেজাদ গোলাম- মীর মশাররফ হোসেন)। ২ ঘরোয়া। □ (বিশেষ্য) বান্দা; ভৃত্য; চাকর-নফর; বান্দির বাচ্চা (আলাওল মল্ল ঢালী চেলা খানেজাদ-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(ফারসি) খানহ্‌জাদ}