• Bengali Word খানদানি, খানদানী, খান্দানি English definition [খান্‌দানি] (বিশেষণ) ১ বংশমর্যাদাযুক্ত; বংশগৌরববিশিষ্ট (আরবের যত খান্দানী ঘরে-(কাজী নজরুল ইসলাম))। ২ অভিজাত; উচ্চবংশীয় (তিনি খানদানী মনিষ্যি-রাজশেখর বসু (পরশু))। □ (বিশেষণ) (বিশেষ্য) বংশ; বংশধর (বাবর মাহের খান্দানীরা আজকে শুনি রেঙ্গুনে দপ্তরী -সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) খানদান+ (বাংলা) ই}