• Bengali Word খানদান, খান্দান English definition [খান্‌দান্‌] (বিশেষ্য) ১ বংশ (তাইমুর খান্দানের এ অবমাননা একেবারেই অসহ্য-ইসমাইল হোসেন শিরাজী; আমাদের খানদানে ধরগে তোমার কেউ কোনকালে চাকরী কল্লে না-কাজী ইমদাদুল হক)। ২ উচ্চবংশ। ৩ বংশধর (হাতেম তাইয়ের হে খান্দান-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ তরিকা; সাধনপথ (হানাফী মোযহাব ধরে চিন্তি খান্দান-দৌলত উজির বাহরাম খান)। {(ফারসি) খানদান}
    • Bengali Word খানদানি, খানদানী, খান্দানি English definition [খান্‌দানি] (বিশেষণ) ১ বংশমর্যাদাযুক্ত; বংশগৌরববিশিষ্ট (আরবের যত খান্দানী ঘরে-(কাজী নজরুল ইসলাম))। ২ অভিজাত; উচ্চবংশীয় (তিনি খানদানী মনিষ্যি-রাজশেখর বসু (পরশু))। □ (বিশেষণ) (বিশেষ্য) বংশ; বংশধর (বাবর মাহের খান্দানীরা আজকে শুনি রেঙ্গুনে দপ্তরী -সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) খানদান+ (বাংলা) ই}