• Bengali Word খাদেম, খাদিম English definition [খাদেম্‌, খাদিম] (বিশেষ্য) ১ যে খেদমত করে; সেবক; ভৃত্য (খাদেম গেরদায় ঠেস দিয়া দোকানে বসিল-নজিবর রহমান)। ২ সেবাইত (দরগার খাদেম)। ৩ চিঠিপত্রের শেষে অনেক সময়ে বিনয় প্রকাশার্থ নামের পূর্বে খাদেম লেখা হয়। খাদেমদার (বিশেষ্য) খাদ্য পরিবেশক। খাদেমদারি (বিশেষ্য) খাদ্য পরিবেশন। খাদেমা, খাদিমা (বিশেষ্য) ১ সেবিকা; পরিচারিকা। ২ উপপত্নী। {(আরবি) খাদিম্‌}