• Bengali Word খাজনা, খাজানা, খাযনা English definition [খাজ্‌না, খাজানা, খাজ্‌না] (বিশেষ্য) ১ রাজ; সরকার বা ভূম্যধিকারীকে দেয় কর বা শুল্ক; রাজস্ব; ভূমিকর (তাই সে যখন তলব করে খাজানা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধনাগার; খাজাঞ্চিখানা। খাজনা-খানা (বিশেষ্য) কোষাগার; খাজাঞ্চিখানা; খাজানা জমা রাখার স্থান (দক্ষিণমুখে বাহির হইবার মাত্রেই যে দ্বার পাইবা তাহার মধ্যে খাজানা-খানা-রামরাম বসুরাম বসু)। {(আরবি) খাজানাহ}