• Bengali Word খাকি ১, খাকী English definition [খাকি] (বিশেষণ) ঘোর বাদামি রঙের; মেটে রঙের; পাংশু বর্ণ; কপিশ বর্ণ। □ (বিশেষ্য) ১ খাকি রঙের জামা; সামরিক পোশাক বিশেষ (বুকের খাকী কখনও ভীত-সংকোচে আন্দোলিত হতে থাকে-(কাজী নজরুল ইসলাম))। ২ মাটি থেকে প্রস্তুত অর্থাৎ মানুষ (নুরীই হউক; খাকীই হউক সবারি ভাই এক স্বভাব-গোলাম মোস্তফা)। {(ফারসি) খাকী}
    • Bengali Word খাকি ১, খাগি English definition [খাকি, খাগি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (মেয়েলি ভাষায় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে গালিরূপে ব্যবহৃত) খাদিকা; ভক্ষণকারিণী (চোখখাকি)। গতরখাকি (বিশেষ্য) ১ অত্যন্ত অলস নারী। ২ দেহের অসুস্থতায় নড়াচড়া করতে অক্ষম স্ত্রীলোক। ৩ গালিবিশেষ। চোখখাকি (বিশেষণ) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চোখ খেয়েছে এমন; দৃষ্টিহীনা। নিখাকি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কিছু খায় না এমন। ভাতারখাকি (বিশেষণ) পতিহন্ত্রী; স্বামীর মৃত্যুর জন্য দায়ী; ভর্ৎসনাবিশেষ। খেকো, খেগো (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাদিকা>খাইকা>খাকি}
    • Bengali Word খাকিনী English definition [খাকিনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ভক্ষণকারিণী। ২ ((আলঙ্কারিক)) যে সমস্ত বস্তুকে ধুলায় পরিণত করে অর্থাৎ মাটি করে এমন; সর্বগ্রাসিনী (পাপিনী খাকিনী কাকে দয়া নাহি করে-কাজী দৌলত)। {(ফারসি) খাক+(বাংলা) (স্ত্রীলিঙ্গ) ইনী}