• Bengali Word খাঁদা, খেঁদা English definition [খাঁদা, খ্যাঁদা] (বিশেষণ) ১ বোঁচা; থ্যাবড়া; চ্যাপটা (এ জন্যই চীনদেশে খাঁদা নাকের আদর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বোঁচা; থ্যাবড়া বা চ্যাপটা নাকবিশিষ্ট। (বিশেষণ) খাঁদি, খেঁদি (স্ত্রীলিঙ্গ)। খাঁদা-বোচা (বিশেষণ) ১ নাক-মুখের রেখা সুস্পষ্ট বা তীক্ষ্ণ নয় এরূপ (খাঁদি বুঁচিরা রূপের রাজ্যে অপাঙ্‌ক্তেয়)। ২ (আলঙ্কারিক) নির্লজ্জ; নাক-কান-কাটা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুদ্র>}