• Bengali Word খাঁকার, খাঁকারি, খাঁখার, খাকার English definition [খাঁকার, খাঁকারি, খাঁখার্‌, খাকার] (বিশেষ্য) ১ গলা ঝাড়ার শব্দ; কৃত্রিম কাশি; নিজের আগমন বা অস্তিত্ব জানানোর জন্য শব্দ করা (সাধুর বেটী পাড়া পড়শী জাগাইল তিন কাঁকার গলা শানাইয়া; মায়ের দুয়ারে গিয়া ধাক্কা দিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ কলঙ্ক; দুর্নাম; অখ্যাতি (রাজবংশে রাখিলেক কুলের খাঁকার-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঝঙ্কার>; (হিন্দী) খাঁখার>}