• Bengali Word খর ১ English definition [খর্‌] (বিশেষণ) ১ ধারাল; তীক্ষ্ন (খর অসি)। ২ প্রবল (ধু ধু চৈত্রের খর দাহনের দিনে-রখা)। ৩ অতি দ্রুতগতি; তীব্রগতি (খরস্রোতা)। ৪ কর্কশ; কঠোর; রূঢ় (খর বচন)। ৫ উগ্র; কড়া (খর ঝাল)। ৬ প্রখর; প্রচণ্ড (খর রৌদ্র)। ৭ ধাতব পদার্থ মিশ্রিত (খর পানি)। খরকর (বিশেষ্য) তীব্র কিরণ; প্রখর তেজ। ২ সূর্য। খরখরে (বিশেষণ) ১ কর্কশ; তীক্ষ্ণস্পর্শ; অমসৃণ (পাগুলো গেঁটেগেঁটে কাদামাখা খরখরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ চালাক; চতুর; চটপটে। ৩ অতিরিক্ত ভাজা। খরখরে বুদ্ধি (বিশেষ্য) তীক্ষ্ণ বুদ্ধি; প্রখর বুদ্ধি; সজাগ বুদ্ধি। খর জল, খর পানি (বিশেষ্য) লবণ; ক্ষার প্রভৃতি ধাতব পদার্থযুক্ত পানি; hard water। খরজালি (বিশেষ্য) রৌদ্রতাপে পানি শুষ্ক করে প্রস্তুত লবণ। খরতর (বিশেষণ) তীক্ষ্ণতর; অত্যন্ত প্রখর (খরতর বক্রহানি শুন্যে বরষিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। খরধার, খরশান (বিশেষণ) খুব ধারালো; তীক্ষ্ণ ধারবিশিষ্ট। খরপোড়া (বিশেষণ) বেশি পোড়া (খরপোড়া পাতিল)। খরশাণ, খরশান, খরসান১ (বিশেষণ) তীক্ষ্ণ শানযুক্ত; খুব ধারালো (শোভে খরসান অসি-মাইকেল মধুসূদন দত্ত)। খর স্রোত, খর স্রোতঃ (বিশেষ্য) প্রবল স্রোত; অত্যন্ত বেগবান প্রবাহ। খরস্রোত বিণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+√রা+অ(ক)}
    • Bengali Word খর ২ English definition [খর্‌] (বিশেষ্য) ১ গর্দভ; খচ্চর; অশ্বতর। ২ রাক্ষসবিশেষ; লঙ্কার রাজা রাবণের বৈমাত্রেয় ভ্রাতা। খর দরজাল (বিশেষ্য) ১ দরজাল নামক অত্যাচারী ব্যক্তি যে গাধায় আরোহণ করে হঠাৎ উপস্থিত হবে। কথিত আছে যে, সে দুনিয়ার সাধুসজ্জন ব্যক্তিদের নিশ্চিহ্ন করে ফেলবে। ২ অতি অত্যাচারী লোক (খর-দরজাল আসছে বুঝে শিঙায় দিয়ে হাঁক-(জসীমউদ্‌দীন))। ⇒ খরেদজ্জাল। {(ফারসি) খর্‌}
    • Bengali Word খরগোশ, খরগোস English definition [খর্‌গোশ্‌] (বিশেষ্য) শশক; hare। {ফারসি খরগোশ}