• Bengali Word খনন English definition [খনন্‌] (বিশেষ্য) খাত সৃষ্টিকরন; গর্ত করণ; খোঁড়া। খননকারী (বিশেষ্য) যে খনন করে। খননীয়, খন্য (বিশেষণ) ১ খনন করা যায় এমন; খননযোগ্য। ২ খনন করতে হবে এরূপ। খনিত, খাত (বিশেষণ) খোঁড়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্‌+অন্‌(ল্যুট্‌)}