• Bengali Word খতো, খতুয়া English definition [খোতো, খোতুয়া] (বিশেষণ) ১ ভাঙা; ভগ্ন। ২ জীর্ণ; ক্ষয়প্রাপ্ত (খতো কাঠ)। □ (বিশেষ্য) চোখের কোণের ও পাতার ঘা। খতো ধরা, খতো মারা (ক্রিয়া) ১ ক্ষত প্রাপ্ত হওয়া। ২ ছাতা ধরে যাওয়া। ৩ ক্ষতদুষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত> (বাংলা) খত+উয়া>ও}