• Bengali Word খতিয়ান, খতেন, খোতেন English definition (বিরল) [খোতিয়ান, খোতেন, খতেন] (বিশেষ্য) ১ খাজনার পরিমাণ ও আদায়-উসুলের হিসাবপত্র এবং প্রজার জমিজমা সংক্রান্ত তথ্য নিরূপক বই; ledger-book (জমি থাকলে খতেন নম্বর-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ বিষয়ানুক্রমে বা নামওয়ারি হিসাব (সংসারের হিসেবনিকেশ......খোতেন আর পাকা খাতা তিন খানা নিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ যে হিসাবের খাতায় ক্রয়বিক্রয় আমদানি রফতানি প্রভৃতির স্বতন্ত্র হিসাব থাকে। খতিয়ান করা (ক্রিয়া) ১ জমা খরচের বিস্তারিত বিবরণ তৈরি করা। ২ প্রজার জমির দাগ নম্বর, পরিমাণ, প্রকৃতি ইত্যাদির স্বতন্ত্র ফর্দ লেখা। {(আরবি) খীতান}
    • Bengali Word খতখতেন, খতখতিয়ান English definition [খত্‌খোতেন্‌, খতখতিয়ান্‌] (বিশেষ্য) দলিল ও হিসাবের খাতা (লাভ-লোকসান খতখতেনের ভক্ত কী জানে- অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) খত-খীতান}