• Bengali Word খণ্ডন English definition [খন্‌ডোন্] (বিশেষ্য) ১ অংশ বা ভাগ করণ; খণ্ড করণ। ২ ছেদন; কর্তন; ছিন্নকরণ। ৩ অপনোদন; নিরাকরণ; মোচন; স্খালন। ৪ যুক্তি দ্বারা মিথ্যা বা ভ্রান্ত বলে প্রমাণকরণ (দোষ খণ্ডন)। ৫ নিবারণ; ভঞ্জন; প্রতিবিধান (আমারে মারিবেই খুড়া, না হয় খণ্ডন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ বর্জন; ভাগ; পরিহার। খণ্ডন করা (ক্রিয়া) ১ যুক্তি দ্বারা অপ্রকৃত বলে প্রমাণ করা। ২ নিবারণ বা প্রতিবিধান করা (অদৃষ্টের লিখন খণ্ডন করবে কে)। ৩ ছেদন করা। ৪ ভাগ করা। খণ্ডনীয়, খণ্ড্য (বিশেষণ) ২ খণ্ডনযোগ্য। ২ খণ্ডন করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খণ্‌ড্‌+অন(ল্যুট্‌)}