• Bengali Word খট্বা, খট্টা English definition (বিরল) [খট্‌টা] (বিশেষ্য) শয়ন করার খাট; পালঙ্ক; পর্যঙ্ক। খট্বাঙ্গ (বিশেষ্য) ১ খাটের পায়া। ২ খাটের পায়ার ন্যায় মগুর। খট্বারূঢ়, খট্টারূ (বিশেষণ) ১ খাটে শায়িত। ২ উচ্ছৃঙ্খল। ৩ অলস। ৪ অবিনীত। ৫ মূর্খ। খট্বারূঢ়া, খট্টারূঢ়া (স্ত্রীলিঙ্গ) (খট্টারূঢ়া সুন্দরী তৎক্ষণাৎ ত্রস্তে গাত্রোত্থান করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্ব= √খট্‌+বা(ক্বন্‌)+আ(টাপ্‌)}