• Bengali Word খঞ্জন English definition [খন্‌জোন্‌] (বিশেষ্য) একজাতীয় ক্ষুদ্র পাখি; যে পাখি সাধারণত চঞ্চল ও সর্বদা পুচ্ছ নাচায়; wagtail (খঞ্জনে বায়সে কোথা একত্রে বসতি-কাজী দৌলত)। খঞ্জনা (স্ত্রীলিঙ্গ)। খঞ্জন আঁখি, খঞ্জন নয়ন (বিশেষ্য), (বিশেষণ) খঞ্জন পাখির ন্যায় চঞ্চল চক্ষু; চটুল নয়ন। খঞ্জন গঞ্জন (বিশেষণ) যা চঞ্চল তায় খঞ্জনকে লজ্জা দেয় (খঞ্জনগঞ্জন আঁখি অকলঙ্ক শশীমুখী-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খঞ্জনা, খঞ্জনিকা (বিশেষ্য) খঞ্জনের ন্যায় একজাতীয় পক্ষী; কাদাখোঁচা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খঞ্জ্‌+অন(ল্যুট্‌)}