• Bengali Word খওয়া, ক্ষওয়া English definition [খওয়া] ক্রিয়া ক্ষয় হওয়া বা পাওয়া; ঘষা মাজা বা ব্যবহারে কমে যাওয়া (লোহা খওয়া)। □ বিশেষণ ক্ষয়প্রাপ্ত। □ বিশেষ্য ক্ষয় প্রাপ্তি। খয়িত, ক্ষয়িতা বিশেষণ। খওয়ানো, ক্ষওয়ানো ক্রিয়া ক্ষয় করা। {সংস্কৃত ক্ষয়>}