• Bengali Word খই, খৈ English definition [খোই] বিশেষ্য ধান থেকে প্রস্তু সুপরিচিত খাদ্যবিশেষ; লাজ। খই চড়া, খই ছড়া বিশেষ্য ভাজার সময়ে যে খই ভালো ফোটে না। খই চাল বিশেষ্য খই থেকে অফোটা খই তুষ প্রভৃতি পৃথক করার চালনি। খইচুর বিশেষ্য চিনিতে পাক-করা খইয়ের মোয়াবিশেষ। খই ঢেকুর, খইয়া ঢেকুর বিশেষ্য অজীর্ণ জনিত খইয়ের গন্ধযুক্ত ঢেকুর; চোঁয়া ঢেকুর। খই ফুটা ক্রিয়া ১ ধান ভাজার সময়ে খোলায় খই ফুটতে থাকা। ২ ফোটা খইয়ের মতো সাদা হয়ে থাকা (জ্যোৎস্নার খই ফুটেছে)। ৩ অনর্গলভাবে কথা বলা; তড় তড় করে কথা বলা (সুতরাং জিজ্ঞাসাবাদের খই ফুটতে লাগল-শওকত ওসমান)। ইয়া, খইয়ে বিশেষণ খই সম্বন্ধীয় (খইয়া খোলা)। □ বিশেষ্য দেখতে খইয়ের মতো (খইয়া গোখুর)। খইয়া খোলা বিশেষ্য যে খোলায় খই ভাজা হয়। খইয়া ধান বিশেষ্য যে ধানে ভালো খই হয়। খইয়া বাঁধনে পড়া, খয়ের বন্ধনে পড়া ক্রিয়া দুই বাহুর মধ্যবর্তী স্থানে ঘরের খাম রেখে যুক্তহাতে খই গ্রহণকারী তাঁতির ন্যায় উভয় সংকটে পড়ে কিংকর্তব্যবিমূঢ় হওয়া; কঠিন পরিস্থিতিতে পড়ে হতবুদ্ধি হওয়া। খই-রঙা বিশেষণ খইয়ের ন্যায় রং বিশিষ্ট; সাদা (খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে-জীবনানন্দ দাস)। {সস্কৃত খদিকা>প্রাকৃত খইআ>খই}
    • Bengali Word খইনি, খৈনি English definition [খোইনি] বিশেষ্য চুন মাখানো শুকনা তামাক পাতা। {হিন্দি খৈনি}
    • Bengali Word খইল, খৈল, খোল English definition [খোইল্‌, খোইল্‌, খোল] বিশেষ্য ১ তিল সরষে প্রভৃতি থেকে তেল বের করার পর যা অবশিষ্ট থাকে; তেলের কাইট (পাথরের ধাপে ক্ষার খৈল রাখিয়া রাণী ডাক দিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ কানের ভিতরের ময়লাবিশেষ (গরু-মোষের কানের খইল বের করে সে খায়-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত খলি>হিন্দি খলী, বাংলা খইল}