• Bengali Word কড়াই ১ English definition [কড়াই] (বিশেষ্য) কলাই; শস্য বিশেষ (মটরকড়াই মিশায়ে কাঁকরে চিবাইল যেন দাঁতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কড়াইশুঁটি (বিশেষ্য) মটর শুঁটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলায়>কড়াইঅ>কড়াই, করাই}
    • Bengali Word কড়াই ২ English definition [কড়াই] (বিশেষ্য) রন্ধন পাত্র বিশেষ; কটাহ; ছোট (লোহার) রন্ধনপাত্র। {দ্রষ্টব্য কড়া৮}
    • Bengali Word ফুটকলাই, ফুটকড়াই English definition [ফুট্‌কলাই,ফুট্‌কড়াই](বিশেষ্য) ভাজা মটর বা কলাই। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট্‌>ফুট+কলাই}