- Bengali Word ক্ষুর, খুর English definition [খুর্] বিশেষ্য ১ চুল কামানোর তীক্ষ্ণ ধারালো অস্ত্রবিশেষ; কেশমুণ্ডনের অস্ত্র।
২ গবাদি পশুর অস্থিময় পদতল (এবার আওয়ার শুনি রাতের ওপার হতে দূরাগত খুরে নিশ্চয় দিনের ঘোড়া এবার পেয়েই গেছে ছাড়া-আবদুল গনি হাজারী)।
৩ খাট পালঙ্ক ইত্যাদির পায়া।
ক্ষুর ক্ষুণ্ন বিশেষণ ক্ষুরের সাহায্যে বিক্ষত।
ক্ষুর ধার বিশেষণ ১ ক্ষুরের মতো তীক্ষ্ণ ধারবিশিষ্ট।
২ অতি তীক্ষ্ণ (ক্ষুরধার বুদ্ধি)।
ক্ষুরা, খুরা বিশেষ্য ১ কাঠের তৈরি আসবাবপত্রাদির পায়া।
২ গবাদি পশুর পায়ের এক প্রকার ক্ষত রোগ।
ক্ষুরী(-রিন্) বিশেষ্য ১ ক্ষৌর-কার; নাপিত।
২ ক্ষুরযুক্ত পশু।
{সংস্কৃত √ক্ষুর্+অ(ক)>}
- Bengali Word গোক্ষুর English definition [গোক্খুর, গোখুর্] (বিশেষ্য) ১ একজাতীয় কাঁটাগাছ।
২ গরুর খুর।
৩ গোখরো সাপ।
গোক্ষুরা, গোখুর, গোখরা, গোখরো ( বিশেষ্য) বিষধর সর্পবিশেষ যার ফণায় গরুর ক্ষুরের চিহ্ন আছে।
গোখুরা বাঁধন (বিশেষ্য) সাপের গায়ের ছাপের অনুকরণে বেত্রবন্ধন (ফুস্যির সাথে রাঙতা জড়ায়ে গোখুরা বাঁধনে আঁটি-(জসীমউদ্দীন))।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+ক্ষুর}
- Bengali Word খুরা, খুরো, ক্ষুরা English definition [খুরা, খুরো, খুরা] (বিশেষ্য) ১ আসবাবপত্রের পায়া (খাটের খুরা)।
২ যে বেড় পরানো হয়।
৩ কলসি, বদনা প্রভৃতির নিচের ধাতুর তৈরি বেড়।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) খুর+ (বাংলা) আ}