• Bengali Word ক্ষমা English definition [খমা] (বিশেষ্য) ১ দোষ বা অপরাধ মার্জনা। ২ সহিষ্ণুতা; সহনক্ষমতা; তিতিক্ষা। ৩ নিবৃত্তি; শান্তি (ক্ষমা দেওয়া)। ৪ অপকার সহন। ¨ (ক্রিয়া) মার্জনা করা (অপরাধ ক্ষমি তারে দিল কৃষ্ণ প্রেমে-কৃষ্ণদাস কবিরাজ)। ক্ষমাকরা ক্রি। ক্ষমাগুণ, ক্ষমাধর্ম (বিশেষ্য) ক্ষমারূপ গুণ বা ধর্ম; অন্যের অপরাধ সহনরূপ সদ্‌বৃত্তি। ক্ষমাদেওয়া (ক্রিয়া) ক্ষান্ত বা বিরত হওযা। ক্ষমাবান (বিশেষণ) ক্ষমাশীল; যিনি সহজেই অন্যের অপরাধ ক্ষমা করেন। ক্ষমাবতী (স্ত্রীলিঙ্গ)। ক্ষমার্হ (বিশেষণ) ক্ষমার যোগ্য; ক্ষমার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষম্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}