• Bengali Word ক্লিষ্ট, ক্লিশিত English definition [ক্লিশ্‌টো, ক্লিশিতো] (বিশেষণ) ১ ক্লেশপ্রাপ্ত; জর্জরিত; কষ্ট পেয়েছে এমন (অলসদেহ ক্লিষ্ট গতি- রবীন্দ্রনাথ ঠাকুর; জর্জরিত দুটি ক্লিষ্ট হৃদয়ের প্রতিকৃতি-আহসান হাবীব)। ২ ক্লান্ত। ক্লিষ্টতা, ক্লেশ বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্লিশ+ত(ক্ত)}
    • Bengali Word অক্লিষ্ট English definition [অক্লিশ্টো] (বিশেষণ) ১ ক্লান্তিশূন্য; শ্রান্তিহীন; অদম্য। ২ নিবৃত্তিহীন; অবিরাম; নিরবচ্ছিন্ন (অক্লিষ্ট যত্ন বা স্নেহ)।৩ অম্লান (অক্লিষ্ট কান্তি বা শোভা)। অক্লিষ্টকর্মা (বিশেষণ) পরিশ্রমে অকাতর; অক্লেশ কর্মসমাপনকারী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + ক্লিষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
    • Bengali Word পরিক্লিষ্ট English definition [পোরিক্‌ক্লিশ্‌টো] (বিশেষণ) অতিক্লিষ্ট; অত্যন্ত ক্লেশপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ক্লিশ+ত(ক্ত)}