• Bengali Word ক্রোর, ক্রোড় ২ English definition [ক্রোর্‌, ক্রোড়্‌] (বিশেষ্য) ১ কোটি; শতলক্ষ; ১,০০,০০,০০০ সংখ্যা (দু’এক ক্রোর রুষবাসীর অকাল মৃত্যু- সুদ)। ¨ (বিশেষণ) কোটি বা শত লক্ষ সংখ্যক। ১,০০,০০০,০০০ সংখ্যক। ক্রোরপতি (বিশেষ্য) ১ কোটি টাকা আছে যার; কোটি টাকার মালিক। ২ অতিশয় ধনবান; মহাধনী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোটি>ক্রোর, ক্রোড়; (তুলনীয়) (প্রাকৃত) কোডি, (তুলনীয়) (হিন্দী ) ‘করোড়’}