• Bengali Word ক্রম English definition [ক্রোম্‌] (বিশেষ্য) ১ অনুক্রম; পরম্পরা; পর্যায়; grade (ক্রমে ক্রমে)। ২ পদ্ধতি (নির্মাণক্রমে)। ৩ অনুসরণ; অনুযায়ী (আদেশক্রমে)। ৪ অতিক্রম (কালক্রমে)। ৫ পদক্ষেপ। ৬ বিধান; নিয়ম; নির্দেশ। ৭ শক্তি; বিক্রম; বল(ক্রমেতে ক্রমের হ্রাস; পশ্চিমেতে গতি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ক্রমণ (বিশেষ্য) ১ পাদচারণ; পায়চারি। ২ গমন। ক্রমনিম্ন বিন ক্রমশ নিচু; ঢালু; গড়ানে। ক্রমবর্ধমান (বিশেষণ) ক্রমশ বৃদ্ধিশীল ; যা একটু একটু করে বাড়ছে। ক্রমবিকাশ (বিশেষণ) ক্রমশ বিকাশ; ক্রমোন্নতি; একটু একটু করে উন্নতি। ¨ (বিশেষ্য) অভিব্যক্তি; বিবর্তন; evolution। ক্রমভঙ্গ (বিশেষ্য) ১ পর্যায়ের ব্যতিক্রম; প্রচলিত পদ্ধতির লঙ্ঘন; পরম্পরায় বিচ্ছেদ। ২ বিশৃঙ্খলা। ক্রমমাণ (বিশেষ্য) ইতস্তত গমনশীল; চলমান। ক্রমশ, ক্রমে ক্রমে (ক্রিয়াবিশেষণ) ১ পরপর; পর্যায়ক্রমে; ক্রমাগত। ২ ধীরে ধীরে; অল্প অল্প করে; শনৈঃ শনৈঃ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রম্‌+অ(ঘঞ্‌)}