• Bengali Word কৌটা, কৌটৌ English definition [কোউটা, কোউটো] (বিশেষ্য) ঢাকনিযুক্ত ছোট পাত্র বা আধারবিশেষ; পুট (কৌটা খুলি রক্ষোবধূ যত্নে দিলা ফোঁটা ললাটে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠ> (প্রাকৃত) কোট্‌ঠ>}