• Bengali Word কোয়া, কোআ English definition [কোয়া] (বিশেষ্য) কাঁঠাল ইত্যাদি ফলের কোষ (গোটাকতক লেবুর কোয়া-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। কোয়াওলা (বিশেষণ) কোষবিশিষ্ট (বিধবা পিসীর জন্য একটি খাজা কোয়াওলা কাঁঠাল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ> কোহ+আ=কোহা> কোআ >কোয়া}
    • Bengali Word কোয়াক English definition [কোয়াক্‌] (বিশেষ্য) পাখিবিশেষের ডাক (সাবদানে চলে হেথায় হোথায় কোয়াক ডাকে-বন্দে আলী মিয়া)। {ধ্বন্যাত্মক}
    • Bengali Word কোয়ার্টার গার্ড English definition [কোয়ার্‌টার্‌ গার্‌ড্‌] (বিশেষ্য) সৈন্য শিবিরস্থ হাজত (আমায় ঠেলে ঢোকানো হল কোয়ার্টার গার্ডে বা সামরিক হাজতে -(কাজী নজরুল ইসলাম))। {(ইংরেজি) Quarter guard}