• Bengali Word কোষ্ঠী, কুষ্ঠি English definition [কোশ্‌ঠি, কুশ্‌ঠি] (বিশেষ্য) জন্মপত্রিকা, যার ভিতর জীবনের শুভাশুভ লিখিত খাকে। কোষ্ঠীকাটা (ক্রিয়া) ((আলঙ্কারিক)) নিন্দা করা; গালি দেওয়া (আমার এমন কোনো বিদ্যে নেই, যার জোরে আমি পরের কুষ্ঠি কাটতে পারি-প্রথম চৌধুরী)। কোষ্ঠীবিচার (বিশেষ্য) কোষ্ঠীর ফলাফল নির্ণয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠ+ঈ}
    • Bengali Word করকোষ্ঠী , করগ্রহ , করগ্রহণ English definition ⇒ কর১