• Bengali Word কোষা, কোশা English definition [কোশা] (বিশেষ্য) ১ হিন্দুদের পুজার কাজে ব্যবহৃত নৌকাকৃতি ও তামার তৈরি জলপাত্রবিশেষ। ২ ডোঙ্গা; এক ধরনের ক্ষুদ্র নৌকা বা ডিঙ্গি (শ্রীপুর নদীতে ‘কোষা’ ভাসাইয়া চলেছেন ঈসা খান-গোলাম মোস্তফা; কোশা চড়ি বেড়াবে উজান আর ভাটি-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ+(বাংলা) আ=কোষা, কোশা}
    • Bengali Word কোষাগার English definition [কোশাগার্‌] (বিশেষ্য) ধনভান্ডার; ধনাগার; treasury । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ+আগার}
    • Bengali Word কোষাধ্যক্ষ English definition [কোশাদ্‌ধোক্‌খো] (বিশেষ্য) ১ ধনভান্ডারের রক্ষক; treasurer; ধনগারের কর্তা। ২ খাজাঞ্চি; cashier। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ+অধ্যক্ষ}