• Bengali Word কোরফা, কোর্ফা English definition [কোর্‌ফা] (বিশেষণ) ১ অন্য প্রজার নিকট থেকে জমি নিয়ে চাষ করে এমন; প্রজার অধীন। ¨ (বিশেষ্য ) রায়তের অধীন রায়ত, যার জমিতে স্বত্ব থাকে না। কোরফাপত্তন (বিশেষ্য) জোতদারদের নিকট থেকে জমির যে পত্তন নেওয়া হয় এবং যা জমিদারের নিকট থেকে সাক্ষাৎভাবে নেওয়া হয় না (পাঁচ কাঠা জমি কোর্ফা পত্তনে বার্ষিক মবলেগ দুইটাকা খাযনায় সে ভোগ-দখল করিয়া আসিতেছে-আবুল মনসুর আহমদ)। কোরফাপ্রজা (বিশেষ্য) এক প্রজার অধীন আরেক প্রজা (তাঁহার কোরফা প্রজা দুখির অনেক টাকা খাজনা বাকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) কুরফাহ}