• Bengali Word কোন্দল, কোঁদল English definition [কোন্‌দোল্‌, কোঁদোল] (বিশেষ্য) ঝগড়া (সতীনে সতীনে বিষম কোন্দল বেধে যায়-শেখ ফজলল করিম; একটা কোঁদল ফুলফোর্সে আরম্ভ হয়ে গেছে-(কাজী নজরুল ইসলাম))।কুন্দলে, কুঁদুলে, কোন্দলিয়া (বিশেষণ) ঝগড়াটে; কুদুলে; কলহপ্রিয় (মনে ভাবি সেই বামুন বড় কুন্দলিয়া-ভাবা; কথায় কুন্দল বড় ডাল ভাঙ্গি পড়ে-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কন্দল> কোন্দল>কোঁদল+ইয়া=কোন্দলিয়া>}