• Bengali Word কোঁতকা, কোতকা English definition [কোঁত্‌কা, কোত্‌কা] (বিশেষ্য) ১ মোটা লাঠি; লগুড়; মুষল (একটা কোৎকা ছাড়া হাইকিঙে বেরোতে নেই-সৈয়দ মুজতবা আলী)। ২ লাঠির আঘাত (নড়বিনে এখান থেকে। খাবি কোৎকা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। { (তুলনীয়) কোৎকা, কুতকা=তুর্কী; (ফারসি) কূতাহ্‌, (ফারসি) কুতক}