• Bengali Word কোঁত, কোঁথ English definition [কোত্‌, কোথ্‌] (বিশেষ্য) ১ মল ইত্যাদি ত্যাগের বেগ; মল প্রভৃতি ত্যাগের উদ্দেশ্যে দম বন্ধ করে জোর বা চাপ দেওয়া। ২ কাতরতা প্রকাশক ধ্বনি; কাতরানি। ৩ খাদ্য গলাধঃকরণের ধ্বনি। কোঁত করা (ক্রিয়া) কোঁত করে গেলা। কোঁতদেওয়া, কোঁতপাড়া ক্রি। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুস্থ্‌>কোঁথ>কোঁত}
    • Bengali Word কোঁতকা, কোতকা English definition [কোঁত্‌কা, কোত্‌কা] (বিশেষ্য) ১ মোটা লাঠি; লগুড়; মুষল (একটা কোৎকা ছাড়া হাইকিঙে বেরোতে নেই-সৈয়দ মুজতবা আলী)। ২ লাঠির আঘাত (নড়বিনে এখান থেকে। খাবি কোৎকা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। { (তুলনীয়) কোৎকা, কুতকা=তুর্কী; (ফারসি) কূতাহ্‌, (ফারসি) কুতক}
    • Bengali Word কোঁতা English definition ⇒ কুঁতা