• Bengali Word কোঁচা, কোঞ্চা English definition [কোঁচা, কোন্‌চা] (বিশেষ্য) পরিধেয় বস্ত্রের কুঞ্চিত অগ্রভাগ; ধুতি শাড়ি বা লুঙ্গির সম্মুখের কোঁচানো ঝোলা অংশ (আর তার শাড়ীর সুমুখে ঝুলছিল কোঁচা-প্রথম চৌধুরী; সুবিচিত্র পাটাম্বর কোঞ্চা পরিধান-কাজী দৌলত )। কোঁচাদুলিয়ে (ঝুলিয়ে) বেড়ানো (ক্রিয়া) দায়িত্বশূন্যভাবে আলস্যে ঘুরে বেড়ানো; বাবুগিরি করা। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন- অভাবহেতু ঘরে দারুণ দুরবস্থা কিন্তু বাইরে বড়মানুষি দেখানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ=(বাংলা) √কোঁচ+আ=কোঁচা; কোঞ্চা}
    • Bengali Word কোঁচানো, কোঁচান English definition ⇒ কুঁচন
    • Bengali Word কুঁচনো , কুঁচানো , কোঁচানো English definition [কুঁচানো, কুঁচানো, কোঁচানো] (ক্রিয়া) কুঞ্চিত করা। □ (বিশেষ্য) কুঞ্চিতকরণ; কোঁকড়ানো। □ (বিশেষণ) কুঞ্চিত; কোঁকড়া (কোঁচান চাদর বাঁধা কালো কুর্ত্তি গায়ে-দ্বিজেন্দ্রলাল রায় )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ্‌+ণিচ্‌=(বাংলা ) কুঁচ/কুঁচা/কোঁচা+আনো, আনো}