• Bengali Word কেমন English definition [ক্যামোন] (ক্রিয়াবিশেষণ) ১ কী প্রকার; কী ধরনের (না জান কেমন কবে আক্ষ গা-বড়ু চণ্ডীদাস)। ২ কী প্রকারে (কেমন করে যাবি?-বাসে না ট্রেনে?)। ¨ (বিশেষণ) ১ এক রকম; এক প্রকার (কেমন বোকার মতো)।২ ব্যাকুল; উচাটন; উদ্বিগ্ন; মনের উরু উরু ভাব (মন কেমন করা)। ৩ বেশ; কী সুন্দর; আচ্ছা (কেমন সুন্দর দৃশ্য; কেমন মজা)। কেমন-কেমন (বিশেষণ) সন্দেহজনক; ভালো কি মন্দ ঠিক বোঝার মতো নয় এমন (তার ভাবগতিক কেমন-কেমন মনে হচ্ছে)। কেমনতর (বিশেষণ) ১ কী রকমের; কী প্রকারের (কেমনতর লোক তুমি হে?)। ২ অদ্ভুত; অপরূপ (ব্যাপারটা কেমনতর মনে হচ্ছে)। কেমনযেন (বিশেষণ) ১ ভালো নয় বলে সন্দেহজনক (অবস্থাটা কেমন যেন)।২ কিছু পরিমাণে বোধ হয় যেন (কেমন যেন অসুস্থ)। কেমনে (ক্রিয়াবিশেষণ) কিরূপে; কী প্রকারে; কেমন করে (তোমাকে কেমনে বুঝাই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌>কে+(ভাব বা প্রকার অর্থে) মন্‌(প্রত্যয়)=কেমন; (প্রাকৃত ) কমণ}