• Bengali Word কেবল English definition [কেবোল্‌] (বিশেষণ) ১ একমাত্র; শুধু (কেবল আপনিই আমার সহায়)। ২ অবিরাম; নিরন্তর; সর্বদা (কেবল কথাআর কথা)। ৩ অমিশ্র; নিরবচ্ছিন্ন (কেবল সুখ)। ৪ অনন্য (কেবল একই কথা)। ৫ অদ্বিতীয়; অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ)। ৬ অধিকারী; শুদ্ধ (কেবলাত্না)। ¨ (ক্রিয়াবিশেষণ) ১ এইমাত্র; সবে (কেবল এসেছি)। ২ অবিরত (কেবল কাঁদছে)। কৈবল্য বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কেব্‌+অল(কলচ্‌)}