• Bengali Word কেন্দ্র English definition [কেন্‌দ্রো] (বিশেষ্য) ১ মধ্যবিন্দু; গোলাকার বস্তুর ঠিক মধ্যবর্তী স্থান। ২ (জ্যামিতি) বৃত্তের মধ্যবিন্দু। ৩ মূল বা প্রধান স্থান (শিক্ষাকেন্দ্র)। ৪ (জ্যোবি) রাশিচক্রের লগ্ন; লগ্ন থেকে চতুর্থ, সপ্তম ও দশম স্থান। ৫ সূর্য থেকে গ্রহ-উপগ্রহাদির দূরত্ব। ৬ (ভূগোল)মেরু; পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্ত। কেন্দ্রগত (বিশেষণ) মধ্যস্থ; কেন্দ্রে অবস্থিত। কেন্দ্রবিমুখ, কেন্দ্রাতিগ (বিশেষণ) কেন্দ্র থেকে দূরে গমনশীল; অপকেন্দ্র; centrifugal। কেন্দ্রকেন্দ্রস্থল (বিশেষ্য) মধ্যবর্তী স্থান; মধ্যবিন্দু। কেন্দ্রাভিগ, কেন্দ্রাভিগামী (-মিন্‌), কেন্দ্রাভিমুখ (বিশেষ্য ) অভিকেন্দ্র; কেন্দ্রের অভিমুখে গমনশীল বা আকর্ষণকারী, centripetal। কেন্দ্রিত (বিশেষণ) কেন্দ্রগত; কেন্দ্রে স্থিত। কেন্দ্রী(-ন্দ্রিন্‌) (বিশেষণ) কেন্দ্রস্থলে অবস্থিত; কেন্দ্রযুক্ত। ¨ (জ্যোবি) কেন্দ্রস্থলে অধিষ্ঠিত গ্রহ। কেন্দ্রীণ (অশুপ্র) (বিশেষ্য) কেন্দ্রস্থ বস্তু; নিউক্লিয়াস। কেন্দ্রীভূত (বিশেষণ) ১ কেন্দ্রে পরিণত। ২ একস্থানে সমবেত; অবস্থান থেকে কেন্দ্রে উপস্থিত বা আনীত। কেন্দ্রীয়, কৈন্দ্রিক (বিশেষণ) কেন্দ্র সংক্রান্ত। {গ্রি. Kentron; (তৎসম বা সংস্কৃত শব্দ) কেন্দ্র}