• Bengali Word কেওকেটা, কেউকেটা English definition [কেওকেটা, কেউকেটে] (বিশেষণ) তুচ্ছ; নগণ্য; যেমন-তেমন; যে-সে। {(বাংলা) কে+ও+কে+টা}
    • Bengali Word কেওট, কেবট, কেয়ট, কেঅট (মধ্যযুগীয় বাংলা) English definition [ক্যাওট্‌, ক্যাওবট্‌, ক্যায়ট্‌, ক্যায়ট্‌] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায়বিশেষ; কৈবর্ত বা ধীবর জাতি (চলিলা কেওটকুল নৌকা সব ঠেলি-সৈয়দ আলাওল)। কেওটানি (স্ত্রীলিঙ্গ )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৈবর্ত> কেবট্ট> কেবট> কেওট}
    • Bengali Word কেওড়া English definition [ক্যাওড়া] (বিশেষ্য) ১ কারোয়া; এক প্রকার সুগন্ধি ফুল বা তার গাছ। ২ কেওড়া ফুলের নির্যাস। ৩ কেওড়া ফুলজাত সুগন্ধি পানি (কেওড়ার পানি হাত ধুইবারে এনে দিলো কিঙ্কর-আহসান হাবীব)। {(ফারসি) করাব্রিয়া; (তৎসম বা সংস্কৃত শব্দ) কেতক>(প্রাকৃত) কেঅঅ+আ; ( হিন্দী) কেব্রড়া}