• Bengali Word কৃতদার, অকৃতধী, অকৃতনামা, অকৃতনামী, অকৃতবিদ্যা English definition ⇒ অকৃত
    • Bengali Word কৃকলাস, কুকলাশ (বিরল) English definition [কৃকোলাশ] (বিশেষ্য) ১ কাঁকলাস। ২ গিরগিটি; বহুরূপী (মুখ্য লেখকেরা অধুনালুপ্ত কৃকলাসজাতির সমগোত্রীয় নন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কৃক+√লস্‌+ণিচ্‌+অ(অন্‌)}
    • Bengali Word কৃচ্ছ্র English definition [কৃচ্‌ছ্রো] (বিশেষ্য) ১ কষ্টসাধ্য ধর্মকার্য (আমি কৃচ্ছ্র সাধনার প্রতীক-আহসান হাবীব)। ২ শারিরীক ক্লেশ; শরীর পীড়ন; কষ্ট। ¨ (বিশেষণ) কষ্টসাধ্য (কৃচ্ছ্রব্রত)। কৃচ্ছ্রসাধনা, কৃচ্ছ্রতাপ (বিশেষ্য) অতীব কষ্টসাধ্য ব্রত বা সাধনা (কৃচ্ছ্র -তাপের পারে পেয়েছে যে পরম নিধি, শান্তি- সুধাবারি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃৎ+র(রক্‌)+অ(অচ্‌)}