• Bengali Word কৃমি, ক্রিমি English definition [কৃমি] (বিশেষ্য) ১ প্রাণীদেহের অন্ত্রে বসবাসকারী অমেরুদন্ডী ক্ষুদ্রাকৃতি প্রাণীবিশেষ। ২ কীট; পোকা। ৩ শুয়ো পোকার মতো ক্ষুদ্র ও সরু কীটবিশেষ; worm। কৃমিঘ্ন (বিশেষণ) কৃমিনাশক। ¨ (বিশেষ্য) যে ঔষধে পেটের কৃমি বিনষ্ট বা দূর হয়। কৃমিজ (বিশেষণ) কৃমি থেকে উৎপন্ন; কৃমিজাত; কীটজ। ¨ (বিশেষ্য) লাক্ষা। কৃমিল ( বিশেষণ) কৃমিপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রম্‌+ই(ইন্‌)}