- Bengali Word কূর্ম English definition [কুর্মো] (বিশেষ্য) কচ্ছপ (তিন জনকে নৌকার ডহরে রজ্জুবদ্ধ কূর্মের ন্যায় ফেলিয়া রাখা হইল-ইসমাইল হোসেন শিরাজী)।
কূর্মী (স্ত্রীলিঙ্গ)।
কূর্মপূরাণ (বিশেষ্য) হিন্দুদের অষ্টাদশ পুরাণের অন্যতম ‘কূর্ম’ নামক পূরাণ।
কূর্মপিঠ, কূর্মপৃষ্ঠ (বিশেষ্য) ১ কচ্ছপের পিঠ (কূর্মপৃষ্ঠে তিষ্ঠাইলা দাসীরে প্রলয়ে কর্মরূপে -মাইকেল মধুসূদন দত্ত)।
২ অসমতল ভূপৃষ্ঠ (তোরি তপে হেরি এই কঠোর কূর্মপিঠ শস্যময়- সত্যেন্দ্রনাথ দত্ত)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কে (জলে)+ঊর্মি (বেগ); (বহুব্রীহি সমাস)}