• Bengali Word কুড়ানো , কুড়নো English definition [কুড়ানো, কুড়োনো] (ক্রিয়া) ১ বিক্ষিপ্ত বস্তু তুলে নেওয়া; ছড়ানো বা পতিত বস্তু তুলে জড় করা; সংগ্রহ করা। ২ ফেলে দেওয়ার উদ্দেশ্যে তুলে নেওয়া (এঁটো কুড়ানো)। □ (বিশেষণ) ১ সংগৃহীত; একত্রীকৃত (কুড়ানো আম)। ২ পরিত্যক্ত অবস্থায় প্রাপ্ত; পতিত অবস্থায় যা তুলে নেওয়া হয়েছে (কুড়ানো মানিক)। ৩ ঝাঁটপ্রাপ্ত; সম্মার্জিত (কুড়ানো উঠান)। □ (বিশেষ্য) ১ ঝাঁট দেওয়া (ঘর কুড়ানো)। ২ রাশীকরণ; একত্রীকরণ। ৩ সম্মার্জন; ঝাঁটা। কুড়ানি, কুড়ুনি (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আহরণকারিণী; যে কুড়ায় (ঘুঁটেকুড়ানি) □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অত্যন্ত দরিদ্র স্ত্রীলোক {( বাংলা) কুড়া+অন, আনো=কুড়ানো}