• Bengali Word কুলি ১, কুল্লি English definition [কুলি,কুল্‌লি] (বিশেষ্য) কুলকুচা (কুলি করা)।{ধ্বন্যাত্মক}
    • Bengali Word কুলি ২, কুলী English definition (বিশেষ্য) ১ মুটে; ভারবাহী (আমরা চাকরকে ডাকি ‘বেয়ার’ আর মুটেদের ডাকি ‘কুলি’- দ্বিজেন্দ্রলাল রায়)। ২ শ্রমিক; মজুর। কুলি কামিন (বিশেষ্য) কুলিও কুলি রমনী; নারী ও পুরুষ শ্রমিক। কুলি ধাওড়া (বিশেষ্য) কুলিদের বস্তি। {(তুর্কি) কুলী(দাস অর্থে)}
    • Bengali Word কুলিঙ্গ, কুলিঙ্গক (মধ্যযুগীয় বাংলা) English definition [কুলিঙগো, কলিঙগক্‌] (বিশেষ্য) ১ ফিঙা পাখি। ২ চড়ুই পাখি। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√লিন্‌গ্‌+অ,+ক; √কুল্‌+ই(ইন্‌)(>কুলি)+গম্‌+অ(খচ্‌)}