• Bengali Word কুলাচল, কুলাদ্রি English definition [কুলাচল্‌, কুলাদ্‌দ্রি] (বিশেষ্য) হিমালয়; মহেন্দ্র; মলয়; সহ্য; শক্তিমান; ঋক্ষ; বিন্ধ্য; পারিষাত্র (বা পারিপাত্র)-পুরাণে উল্লিখিত এই আটটি পর্বত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+অচল, অদ্রি; (কর্মধারয় সমাস) }