• Bengali Word কুর্তা,কোর্তা, কোরতা English definition [কুর্‌তা,কোর্‌তা, কোর্‌তা] (বিশেষ্য) পুরুষের জামা বা পিরহান; shirt (এর সঙ্গে সে যুগে লম্বা কুর্তা পরা হত-সৈয়দ মুজতবা আলী; গায় একটা ছেঁড়া কোরতা ছিল-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) কুরতাহ্‌}