• Bengali Word কুফর , কোফর English definition [কুফর্‌, কোফর্‌] (বিশেষ্য) ১ আল্লাহর প্রত্যাদিষ্ট সত্য প্রত্যাখ্যান; অবাধ্যতা। ২ বহু ঈশ্বরবাদ; আল্লাহর একত্বের প্রতি অবিশ্বাস; আল্লাহতে অবিশ্বাস (তাঁর দীন প্রচারে কুফর হৈল নাশ-সৈয়দ আলাওল)। ৩ মিথ্যা শাস্ত্র (কাফর করিল লোকে কোফর পড়িয়া- ভারতচন্দ্র রায় গুণাকর)। ৪ অকৃতজ্ঞতা। কুফরি, কুফরী (বিশেষণ) (স্বজাতির কুফরী ঐতিহ্যের গর্ব ছাড়েনি-আহমদ শরীফ)। কুফরি ফতোয়া (বিশেষ্য) কাফের সাব্যস্ত করে ফতোয়া দেওয়া (শেষ অস্ত্র কুফরী ফতোয়া আরোপ করা হইল-মাওলানা মুস্তাফিজুর রহমান)।{(আরবি) কুফর; (আরবি) কুফরী}